ক্রাইমপেট্রোলডেস্কঃ ২১ জানুয়ারি ২০২২,
অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
ডিএমপি ও থানা পুলিশের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের জন্য কেন্দ্রিয় টাস্কফোর্স এর মনিটরিং সেল এবং জেলা ও উপজেলা কমিটির তত্ত্বাবধানে কোম্পানীর আওতাধীন এলাকায় জানুয়ারী মাসে (১.১.২০২২ হতে ১৮.১.২০২২ র্পযন্ত) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিভিন্ন এলাকায় ৬২টি স্পটে ১৫টি অভিযান চালিয়ে আনুমানিক ১০.৯৪ কিমি. অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এতে আনুমানিক ৮০১৬টি চুলা বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ গ্যাস ব্যবহারকারীদেরকে ২,৮০,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।
বকেয়া ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ৫টি শিল্প, ৬টি বাণিজ্যিক, ২টি ক্যাপটিভ ও ৪৭৭৬টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।