ক্রাইম পেট্রোল ডট নিউজঃ ১৭ নভেম্বর, ২০২১
কুমিল্লা নগরীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. হৃদয় (১৮) সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে কয়েক দিন আগে হৃদয়ের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সকালে হৃদয় কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে এলে রাজিব তার পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, আমরা শুনেছি রাজিব নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আমরা লাশ উদ্ধার করেছি।