ক্রাইমপেট্রোলডেস্কঃ ১৬জানুয়ারি২০২২
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ৪-৫টি দোকান, একটি নির্বাচনী ক্যাম্প ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের প্রচারণাকালে রোববার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বাবুল আখতার ও খলিলুর রহমান দর্জির সমর্থকদের মধ্যে মন্টারপুল এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন- মনির দর্জি (৩৫), মোহাম্মদ বেপারী (২৪), হায়দার খান (৪৫), সরোয়ার শেখ (৩০), রুবেল মাতুব্ব (২৫), আবু মালেক (২৫) ও পুলিশ কনস্টবেল অভিজিত দেসহ (২২) ১০ জন।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটমাঝিতে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অভিজিত দে নামে আমাদের একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।