সিকিমে শূন্য ডিগ্রি তাপমাত্রা ও দিল্লিতে ২.২

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

০৬ জানুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিনিধি

তীব্র ঠান্ডা বিরাজ করছে বাংলাদেশের মতো ভারতে বেশিরভাগ রাজ্যে। সর্বনিম্ন ২.২ ডিগ্রি রাজধানী দিল্লিতে চলতি মৌসুমে রেকর্ড করা হয়েছে। সম্প্রতি শূন্য ডিগ্রি তাপমাত্রা দেখেছে সিকিমের রাজধানী গ্যাংটক।

শীতের দিল্লি টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকেও। বৃহস্পতিবার দেশটির রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। এমন অবস্থাকে শৈত্যপ্রবাহের লক্ষণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার মৌসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। ভারতের রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরে পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

কনকনে ঠান্ডার পাশাপাশি কুয়াশার চাদরে মোড়া দিল্লি। যার ফলে কমেছে দৃশ্যমানতা। তার প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও।

ভারতের মৌসুম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় ঢাকবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা।

মৌসুমে সবচেয়ে ঠান্ডা দেখছে ভারতের পশ্চিমবঙ্গও। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, তাপমাত্রা কমেছে রাজ্যের সর্বত্র।

সিকিমে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে। সাদা তুষারে ঢেকে গেছে সিকিমের অধিকাংশ অঞ্চল। মঙ্গলবার সিকিমের রাজধানী গ্যাংটকের তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রিতে। বৃহস্পতিবার সকালে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। সম্ভাবনা রয়েছে তুষারপাতের।

খারাপ আবহাওয়ার জন্য নাথুলা এবং ছাঙ্গু যাওয়ার জন্য অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সিকিমের প্রশাসন এবং পর্যটন বিভাগ। চলতি সপ্তাহের পরিস্থিতি দেখে আবার অনুমতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।