রূপগঞ্জে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মোটরসাইকেল চালক রিয়াদ হাসান(২৭) নামের এক যুবক নিহত ও মোটরসাইকেলের অপর আরোহী কাজল মিয়া(২৪) আহত হয়েছে।

গতকাল ১১ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেলকে অটোরিক্সায় ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী কাজল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। রিয়াদ হাসান একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বানিয়াদী গ্রামে।

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):