বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

 

মোহাম্মদ মাসুদ মজুমদার: (স্টাফ রিপোর্টার)

বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার অনুষ্ঠানে সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের সদস্য ড.নেয়ামত উল্লাহ ভুইয়া কে সভাপতি (কুমিল্লা) , এডভোকেট আব্বাস উদ্দিন কে সাধারণ সম্পাদক (চাঁদপুর) এবং সামসুদ্দোহা সারোয়ার ( বি বাড়িয়া) কে কোষাধ্যক্ষ করে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে ৯৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি (২০২৫–২০২৬) নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষণা করা হয়।

সহ সভাপতি পদে চাঁদ পুর থেকে চার জন,বি বাড়িয়া থেকে চার জন, কুমিল্লা উত্তর জেলা থেকে চার জন এবং কুমিল্লা দঃ জেলা থেকে চার জন করে মোট ষোল জন এর নাম দিয়ে একটি নিরানব্বই সদস্য বিশিষ্ট পূূর্নাংগ কমিটি অচিরেই পত্রিকার মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক ড, একেএম ফারুক সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লায়ন মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সচিব পরিকল্পনা কমিশনের সদস্য ড. নেয়ামত উল্লাহ ভুইয়া, সাবেক সচিব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ পিএস ইন্জিনিয়ার আব্দুল মতিন খান, বিএনপির নির্বাহি কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, চাকসুর সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার,এডভোকেট আব্বাস উদ্দিন,, অতিরিক্ত ডিআইজি মোঃ ফয়েজুল কবির, বিএনপির চেয়ার পার্সনের প্রেস কো অর্ডিনেটর সাংবাদিক শামসুদ্দিন দিদার, এম এ কাদির শিকদার, এম এ খান জুয়েলসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সন্চালনা করেন লায়ন শেখ ফরিদ উদ্দিন। সাধারণ সভা ও নির্বাচনে বৃহত্তর কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর কুমিল্লার উন্নয়নে সকলে একসাথে কাজ করার অংগীকার ব্যক্ত করেন।