কুমিল্লার বরুড়ায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫ মোহাম্মদ মাসুদ মজুমদার:স্টাফ রিপোর্টার কুমিল্লার বরুড়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী এ প্রতিপাদ্যের আলোকে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি ও শিলমুড়ি উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া প্রমুখ। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন যুব আত্মকর্মী সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন মোঃ রাসেল হোসেন, তাহমিনা আক্তার, শাহানারা বেগম, ছাত্র প্রতিনিধি কাজী মোঃ আলা উদ্দিন, আবু ইউসুফ রাবেত প্রমুখ। এসময় বিভিন্ন নারী উন্নয়ন ও স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন প্লাস্টিক পন্যের বিকল্প বিষয়ক, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার, সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবা মুলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক সচেতনতা মুলক কর্মশালা ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়। SHARES মুক্তমত বিষয়: