নজু পাঠান গ্যাংয়ের সন্ত্রাসী তাণ্ডবে বিধবা নারী ও দুই রেমিট্যান্স যোদ্ধা পরিবার নিরাপত্তাহীনতায়!

Mijanur Mijanur

Rahman

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক :মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন এক বিধবা নারী ও তার পরিবার। স্থানীয় নজু পাঠান, আওলাদ পাঠান ও তাদের সহযোগীরা এবং কিশোরগ্যাং রেমিট্যান্স যোদ্ধা শিশির ও শিরনকে প্রকাশ্যে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও বেধড়ক মারধর করেন। অভিযোগ রয়েছে, শ্রীনগর থানার এসআই আব্দুল কাদির চক্রটির হয়ে কাজ করছেন এবং নির্যাতনের অংশ হিসেবে নিজ হাতে শিরনকে হ্যান্ডকাফ দিয়ে নির্যাতন করেছেন।

এ সময় ভুক্তভোগীদের ছোট বোন, এক স্কুলছাত্রী, ভাইদের রক্ষা করতে গেলে তাকেও মারধর, শ্লীলতাহানি ও হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। বর্তমানে পরিবারটি বাড়িঘর ছেড়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছে।

ভুক্তভোগী পরিবার জানায়, ২০১৮ সালে এক শান্তিরক্ষা মামলায় মুচলেকা দিয়েও থামেনি চক্রটি। বর্তমানে বিধবা সিমা বেগম আদালতে সিআর ২২৮(১৩)২৫ নম্বর মামলাটি দায়ের করেছেন।

অভিযুক্ত এসআই আঃ কাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অপরাধীদের রক্ষার অভিযোগ উঠলেও তিনি কখনও ওসি, কখনও এসপির নির্দেশ বলে দায় এড়ানোর চেষ্টা করেন। তবে শ্রীনগর থানার ওসি সাকিল আহমদ অভিযোগ গ্রহণ করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। সার্কেল এএসপিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

সচেতন মহল দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।