কুমিল্লার নাঙ্গলকোটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা Mijanur Mijanur Rahman প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৫ মীর মোজাহারুল হক কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে—গরুর পচা মাংস বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক গোশত ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (২১ মে) দুপুরে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে চৌদ্দগ্রাম এলাকা থেকে আসা এক ব্যক্তি, তরকারী বাজারের মফিজ এর গরুর গোশতের দোকান থেকে গোশত ক্রয় করে, বাড়ীতে নিয়ে গেলে, বাসি পচাঁ গোশত পায়,তৎক্ষানিক বাজার কমিটির খোঁজ নিতে গিয়ে দেখে উক্ত বাজারের কোন কমিটি নাই। তৎক্ষানিক, উপজেলা নির্বাহী অফিসার কে অভিযোগ করেন, উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকারের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উত্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, ডাঃ ইমরুল হাসান রাসেল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ আলম। এতে ফ্রিজিং করা ও বাসি পচাঁ গরুর গোসতের নমুলা পরিক্ষা করে প্রমানিত হওয়ায় মফিজের গোসত দোকান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন কয়েকটি গোশতের দোকান থেকে ফ্রিজিং করা ও স্বাস্থ্যবিধি-অমান্যকারী গোশতের নমুনা সংগ্রহ করা হয় এবং তাৎক্ষণিকভাবে কিছু দোকানদারকে সতর্ক করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, “বাঙ্গড্ডা বাজারে গোশতের সুনাম আমরা বহুদিন ধরে উপভোগ করছি। এখন কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সেই বিশ্বাস নষ্ট হচ্ছে। এমন অভিযান আরও জোরদার হওয়া উচিত।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে নিয়মিতভাবে এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে, যাতে ক্রেতারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পেতে পারেন। SHARES আইন আদালত বিষয়: