রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল সহ মেকানিক গ্রেপ্তার Mijanur Mijanur Rahman প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫ জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করাসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে। বুধবার দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে ২-৩ জন লোকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে পৌছানো মাত্র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন্য পালানের চেষ্টা করে। পলায়নের চেষ্টা কালে কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামীর বসত বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সুকচাঁদ আরোও স্বীকার করে যে, সে সহ পলাতক আসামীরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সুকচাঁদ বিশ্বাস একজন মোটর সাইকেল মেকানিক। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছে। বুধবার অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: