খুলনার ডুমুরিয়ায় সাবেক ও বর্তমান শিবিরের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

Mijanur Mijanur

Rahman

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

 

ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ
খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডুমুরিয়া উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে বর্তমান এবং সাবেক দায়িত্বশীলদের নিয়ে আয়োজন করা হয় — ঈদ পুণর্মিলনী – ২০২৫।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ডুমুরিয়া পশ্চিম শাখা সভাপতি শামিদুল হাসান লিমনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাহমুদুল হাসান ইমরানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় মিডিয়া আন্তর্জাতিক গবেষণা বিষয়ক সম্পাদক ড. একরাম উদ্দীন সুমন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির খুলনা জেলা শাখা সভাপতি আবু ইউসুফ ফকির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হুসাইন।

বক্তারা বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে এদেশের ছাত্র সমাজকে ২৪ এর সৈরাচার বিরোধী আন্দোলনের মত আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
মেধাবী এবং সৎ নেতৃত্ব ও দেশ প্রেমিক নাগরিক তৈরিতে ছাত্র শিবিরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোমিনুর রহমান জেলা দপ্তর সম্পাদক ছাত্রশিবির খুলনা জেলা উত্তর,মাওলানা মতিউর রহমান,হাফেজ মঈন উদ্দিন,এম এম রুহল আমিন,জাহাঙ্গীর হুসাইন,মাহমুদুল হাসান কাফি,হারুনার রসিদসহ প্রমুখ ।