কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে সিলেটে আজ খুলনার বিপরীতে মাঠে নামছে।

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে শুরুর দিকে হারের বৃত্তে বন্দি ছিলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চট্টগ্রাম পর্বেই ঘুরে দাঁড়িয়েছে তারা। সেই ধারা ধরে রাখার লক্ষ্য সিলেটে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে দলটি।
টেবিলে নিজেদের অবস্থার উন্নতিতে জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় সালাহউদ্দিনের শিষ্যদের। এদিকে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ফেরার আশা খুলনার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে।
এবারের বিপিএলের শুরুটা প্রত্যাশিত হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসরের প্রথম ম্যাচেই হোঁচট খায় তারা। ফরচুন বরিশালের কাছে হেরে যাত্রা শুরু করার পর রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে মুখ থুবড়ে পড়েছিল কুমিল্লা।
টানা তিন ম্যাচ হারের পর আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা গিয়েছিল ক্রিকেটারদের। তবে চট্টগ্রামেই হারের দুঃখ ভুলে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা।
এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়ান্স। শেষ ম্যাচে নাসিম শাহের বোলিং ঝড়ে ঢাকা ডমিনেটর্সকে হারিয়েছে কুমিল্লা। পরবর্তী ম্যাচেও জয়ের ব্যাপারে প্রত্যয়ী তারা।
এদিকে আসরে এখন পর্যন্ত নিজেদের ছন্দটা খুঁজে পাচ্ছে না খুলনা টাইগার্স। ছয় ম্যাচ খেলে চারটিতে হেরেছে খুলনা। কোনোভাবেই যেনো ক্রিকেটীয় ছন্দটা মাঠের খেলায় ফুটিয়ে তুলতে পারছে না ইয়াসির আলী রাব্বির দল।
সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। সাম্প্রতিক ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও মনোবল ধরে রেখে কুমিল্লাকে হারিয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে চায় রূপসা পাড়ের দলটি।