বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)এর মাঠের লড়াই শুরুর আগে বাড়ানো হয়েছে প্লে অফের টিকিটের মূল্য। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : রোববার থেকে মাঠে গড়াচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারের খেলা। তবে মাঠের লড়াই শুরুর আগে বাড়ানো হয়েছে প্লে অফের টিকিটের মূল্য। সর্বনিম্ন টিকিটের দামে ১০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দাম ৫০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন করে নির্ধারিত মূল্য অনুসারে, সর্বনিম্ন দামের টিকিট কিনতে হবে ৩০০ টাকায়, যা আগে ছিল ২০০ টাকা। এছাড়া, সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা। শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। SHARES খেলাধুলা বিষয়: