বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর, সাধারণ সম্পাদক সমীর কুশারী।।

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহিউদ্দিন খান আলমগীর। সমীর কুশারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও।

এই উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাংলা মোটরস্হ সমিতির অফিসে অনুষ্ঠিত সভায় বীরমুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল, পটুয়াখালী থেকে ফরিদ উদ্দিন।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সমিতির গোড়াপত্তন করেছিলেন।

বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরও নিবিড়, সৌহার্দপূর্ণ ও বহুমাত্রিক কার্যক্রম বেগমান করার জন্য এবং পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে ৫৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সমিতির গোড়াপত্তন করেছিলেন।