নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক পর্যায়ে একক অভিনয়ে জেলার সেরা মারিয়া সুলতানা।

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিনিধি।

নেত্রকোনায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে জেলার সেরা হওয়ার খেতাব অর্জন করেছে কেন্দুয়ার মারিয়া সুলতানা।

মারিয়া সুলতানা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ছাত্রী। সে কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের বাসিন্দা ও মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাইন উদ্দিনের কন্যা।

মারিয়া সুলতানা গল্প বলায় প্রতিযোগিতায়ও অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

সে পৌরসভা ও উপজেলা পর্যায়ে একক অভিনয় এবং গল্প বলায় প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে অংশ নিয়েছিল। তার এমন সাফল্য খুশি মা-বাবা ও শিক্ষকেরা। মারিয়া সুলতানা এবার বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে অংশ নিবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা শহরের সাতপাই ইনডোর স্টেডিয়াম মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্ধোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।