ঈদুল ফিতরকে কেন্দ্র করে পার্বত্য জেলার পর্যটনকেন্দ্র গুলোতে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩ স্টাফ রিপোর্টার : সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর আকাশে মেঘের মিতালি দেখতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সবসময় পর্যটক থাকে। তবে এবার পাহাড়ের প্রধান ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসব বৈসাবির আমেজ আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে জেলার পর্যটনকেন্দ্র গুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিবছর ঈদের পর থেকে ভিড় দেখা দিলেও এবার দেখা গেছে ভিন্ন ঘটনা। লম্বা ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে ঈদের আগ থেকে পর্যটনকেন্দ্র গুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখা যায়, জেলার আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গসহ শহরের জেলা পরিষদ পার্কে পর্যটকদের ছিল। কেউ উঁচু পাহাড় থেকে প্রকৃতি দেখছেন। কেউ মশাল নিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট আলুটিলা সুড়ঙ্গের এক প্রান্ত হয়ে অন্য প্রান্তে বের হয়ে আসছেন। খাগড়াছড়ির জেলা প্রশাসক সহিদুল ইসলাম জানান, খাগড়াছড়িতে আগের চেয়ে পর্যটকদের উপস্থিতি অনেক বেড়েছে। প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এতে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরতে পারবেন। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের সহায়তা পাওয়া যাবে। SHARES বিনোদন বিষয়: