গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় Crime Crime Patrol প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২ দিলিপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধি। ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের সাথে মত-বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মত-বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় গৌরীপুরের আইনশৃঙ্খলার অবস্থা তুলে ধরেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন, নব-নির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সহ-সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সদস্য ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান প্রমুখ। মত-বিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতায় মাদক, বাল্য বিয়ে , ইভটিজিং, জুয়াসহ বিভিন্ন অপরাধ নির্মূল করা সম্ভব। এসময় সাংবাদিকদের অবাধ তথ্য প্রদানের আশ্বাস দেন তিনি। SHARES জেলা/উপজেলা বিষয়: গৌরীপুর প্রেসক্লাবময়মনসিংহসাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়