সব রাজনৈতিক দলের অঙ্গীকারের মাধ্যমেই আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৩ স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে সব রাজনৈতিক দলের অঙ্গীকার অপরিহার্য। বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আব্দুল মোমেন বলেন, যদি তারা (সব রাজনৈতিক দল) এমন অঙ্গীকার দেয়, তবেই আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। বাংলাদেশের নির্বাচনী বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের ‘পরিবর্তিত’ সুর উল্লেখ করে সরকার কোনো আলোচনায় পৌঁছেছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন এ মন্তব্য করেন। আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং নির্বাচন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে সক্রিয় থাকতে হবে। আব্দুল মোমেন আরও বলেন, সরকারের অন্য দেশের কোনো পরামর্শের প্রয়োজন নেই। এর আগে আব্দুল মোমেন ১২-১৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: