গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণঃ সিইসি কাজী হাবিবুল আউয়াল। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৩ স্টাফ রিপোর্টার : আগামীতে আসন্ন সংসদ নির্বাচনের আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামীতে সংসদ নির্বাচন হবে। আমরা মনে করি এর আগে এত বড় পরিসরের নির্বাচন অনেক জাতীয় তাৎপর্য বহন করবে। সে জন্য গাজীপুর নির্বাচন একটি মডেল হওয়া উচিত”। বুধবার (১০ মে) গাজীপুর মহানগরীর শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাদিরুল ইসলাম প্রমুখ। কাজী হাবিবুল আউয়াল বলেন, “এই নির্বাচন একটি উদাহরণ তৈরি করুক। চলুন একটি ভালো কিছু করি। সারা বিশ্বের দেশ আমাদের নির্বাচনের কথা বলছে এবং আমরা তাদের তা করা থেকে আটকাতে পারছি না”। তিনি বলেন, “আমাদের ধীরে ধীরে খারাপ সংস্কৃতি থেকে বের হতে হবে। আমাদের ভোট ব্যবস্থা এখনো পচা ও খারাপ সংস্কৃতিতে ভরপুর। আপনাদের সাহায্যে, এমন একটি সময় আসতে পারে যখন সবাই শান্তিতে ভোটকেন্দ্রে যাবে এবং তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে”। কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “কালো টাকা নিয়ে কারও চিন্তা করা উচিত নয়। যতই কালো টাকা বিতরণ করা হোক না কেন। আপনি যাকে বিশ্বাস করেন, যাকে ভালো মনে করেন তাকে ভোট দিন। কারণ ভোটের সময় কোনো প্রার্থী থাকবে না”। বৈঠকে প্রার্থীরা তাদের অভিযোগ ও দাবি তুলে ধরেন। নির্বাচন কর্মকর্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। সভায় মেয়র প্রার্থী ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় ৮ জন মেয়র প্রার্থী ছাড়াও ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ১৯টি সংরক্ষিত পদের নারী কাউন্সিলর প্রার্থীরা অংশ নেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন। নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ ছাড়া হিজড়া ভোটার ১৮ জন। এবারের নির্বাচনে মোট ৪৮০টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ৪৯৭টি। এর মধ্যে ৪৯১টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে। SHARES রাজনীতি বিষয়: