গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সকল কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা শেষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট আজমত উল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তাঁর মা জায়েদা খাতুনকে নির্বাচনে প্রার্থী করেন। জাহাঙ্গীর আলম নিজেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু ঋণখেলাপির জামিনদার হওয়ায় তাঁর প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪৮০টি। সব ভোটকেন্দ্রেই ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ৪৮০টি কেন্দ্রেরই বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: