আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দারুণ সুসময় চলছে। গত পরশু (৩ জুলাই) আর্জেন্টিনাকে তিন যুগ পর বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা ঘুরে গেলেন। এর ৪৮ ঘন্টা পরই আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে একটি পোস্ট দিয়েছে।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল। ১৪ বছর পর জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ গ্রুপের গন্ডি পেরিয়েছে। বাংলাদেশ দলের এই সাফল্যকে প্রশংসিত করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।
আজ (৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশ ফুটবল দলের সেমিফাইনালে খেলাকে লড়াকু সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছে। এর পাশাপাশি বাংলাদেশের ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে আর্জেন্টিনা।
সংক্ষিপ্ত বার্তার নিচে বাংলাদেশ দলের একটি ছবি দিয়েছে। যেখানে জামাল-জিকোদের ছবির ওপরে মেসির ছবিও বসিয়েছে এএফএ। সংস্থাটির সঙ্গে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের লোগোও ব্যবহৃত হয়েছে ছবিতে। এর আগে বিকাশ আর্জেন্টিনার এশিয়ার মার্কেটিং পার্টনার হিসেবে স্বীকৃতি পায়।

 

 

facebook sharing button