কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক আব্দুল জলিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ ইলিয়াস হাওলাদার সিনিয়র ক্রাইম রিপোর্টার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১ জানুয়ারী মঙ্গলবার প্রয়াত সাংবাদিক ডা: আব্দুল জলিল সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আব্দুল জলিল ১৯৯৫ সালে দৈনিক জাতীয় প্রভাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা পেশায় যোগদেন।এরপর আরও কয়েকটি জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেন।তিনি ভূরুঙ্গামারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় গর্ভারনিং বডিতে দায়িত্বে ছিলেন ও দরিদ্র বিচারবিহীন মানুষের সমস্যা কথা তুলে ধরতেন এবং পাশে দাঁড়াতেন। আব্দুল জলিল সরকার ২১ জানুয়ারী ২০২৫ সালে আল্লাহর ডাকে পরপারে পারি জমান। উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, সিটি প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সহ-সভাপতি আব্দুল জলিল মাস্টার, সদস্য মোর্শেদুর রহমান আনিস, জান্নাতুল ফেরদৌস জেরিন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য আব্দুর রহিম এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাই টিভি প্রতিনিধি লুৎফর রহমান লিংকন, রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাব সদস্য এনামুল হক। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য ডা: নুরুজ্জামান। SHARES গণমাধ্যম বিষয়: