চাঁদপুরে বৈষম্য বিরোধী আন্দোলন বানচালের হুকুমদাতা ডা: দীপু মনি সহ ২২৪ জনের নামে মামলা।

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি:

গত ০৪/০৮/২০২৪ তারিখের বৈষম্য বিরোধী আন্দোলনের এক মিছিলে হামলার অভিযোগে ডা: দিপু মনি, মো:জে আর ওয়াদুদ টিপু ও ডক্টর সেলিম মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২২৪ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। ডা:দীপু মনিকে এক নাম্বার আসামি করে চাঁদপুর জেলা নিবাসী নুরুল ইসলাম খান এ মামলাটি করেন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, গত ৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল চাঁদপুর সদর বাস স্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পৌছলে ডক্টর সেলিম মাহমুদ এবং সাদ্দাম হোসেনের নেতৃত্বে প্রায় দুই আড়াইশো জন ছাত্রলীগ যুবলীগ কর্মী মিছিলের উপর আক্রমণ করে। তারা সবাই ধারালো অস্ত্রে সুসজ্জিত ছিল। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এতে করে ঘটনা স্থলে চার পাঁচ জন মারাত্মকভাবে আহত হন। তাদের মধ্যে নুরুল ইসলাম খানের ছেলে এনামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগকারীর ভাষ্য এবং ঘটনা তদন্ত প্রাক্কালে অভিযুক্তদের নামে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১০৯ ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে।