স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ লেকচার রুমে অঞ্জাত যুবকের প্রবেশে ভীতির সঞ্চার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

মোঃআবু কাওছার মিঠু

নিজস্ব প্রতিবেদক :

হাতে লাঠি, মাথায় কালো কাপড়। পরনে হাফ হাতা সাদা গেঞ্জি ও কালো প্যান্ট। এমন অবয়বে রোববার সকালে এক ব্যক্তি পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে ঢুকে পড়েন। লাঠি হাতে নিয়ে ক্লাসরুমে ঘুরছিলেন। এতে ভয় পেয়ে যান শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়- মেডিকেলের কয়েকজন ছাত্রী ভয়ে চিৎকার করে তাড়াহুড়ো করে ক্লাসরুম ত্যাগ করছেন। এই ঘটনার পরপরই কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশ ও র‍্যাবকে জানায়। তবে তারা পৌঁছার আগেই ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়।

সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, লেকচার থিয়েটারের দোতলায় ওই যুবক হাতে লাঠি নিয়ে ঢুকেছিল। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়েছে। পুলিশ ও র‍্যাবকে জানিয়েছি। তারা কলেজে পৌঁছার আগেই সে চলে গেছে। যেহেতু শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন তাই আগামীকাল মঙ্গলবার একজন পুলিশ কর্মকর্তা কলেজে এসে বিশদভাবে তদন্ত করবে।

আরেক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, এই ধরনের ঘটনা অতীতে কখনও ঘটেনি। আর ওই যুবক ক্লাসেরুমে অস্পষ্টভাবে কী বলছিল তা বোঝা যায়নি।

কোতয়ালী থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হলেও তাকে ধরা যায়নি।
এই বিষয়ে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা:মাযহারুল শাহীন কলেজ কতৃপক্ষের বরাত দিয়ে এক প্রেস বিঞ্জতিতে বলেন,অঞ্জাত যুবককে সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান।কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন,চিন্তার কোন কারন নাই। এবং ক্যাম্পাসের নিরাপওা বাড়ানো হয়েছে বলে ও তিনি প্রেস বিঞ্জপ্তিতে উল্লেখ করেন।