কুমিল্লার বরুড়ায় “দৈনিক বরুড়া কন্ঠ”র কার্যালয় শুভ উদ্বোধন ও আলোচনা সভা  

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

 

মোহাম্মদ মাসুদ মজুমদার (স্টাফ রিপোর্টার)

কুমিল্লার বরুড়ার মুখপত্র ”দৈনিক বরুড়া কন্ঠ”র কার্যালয় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি রবিবার সকাল ১১টায় থানা রোডস্থ খোরশেদ আলম এর ভবনে দৈনিক বরুড়া কন্ঠ’র কার্যালয় শুভ উদ্বোধন ও আলোচনা সভা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হুমায়ুন কবির, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, এবি ব্যাংক পিএলসি’র (এভিপি) এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এবি ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন আহমেদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মাকসুদ হাসান, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি আজীবন সদস্য ও সমাজ সেবক গাজী ওয়াহিদুল ইসলাম, বরুড়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।

দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বরুড়া কন্ঠ’র সম্পাদক ও প্রকাশক মোসাঃ তাসলিমা আক্তার, এসময় বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক রোটাঃ সাইফুল ইসলাম, সহকারী সম্পাদক রোটাঃ ফয়েজুল ইসলাম পলাশ, দৈনিক ভোরের ডাক পত্রিকার সংবাদদাতা রোটাঃ ওমর ফারুক, উত্তর বরুড়া ব্যুরো চীফ সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক মোঃ খোরশেদ আলম, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মমিন উল্লাহ ভুইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও শিরোনাম পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, খোশবাস বার্তার সম্পাদক মোঃ ইউনুস খান, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তুহিন আহমেদ প্রজন্ম, দৈনিক বরুড়া কন্ঠের সংবাদদাতা আবু ইউসুফ রাবেত, সহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সাংবাদিক মোঃ ইউসুফ আলী’র স্মৃতিচারন করেন। বক্তব্যে অতিথিরা বলেন সাংবাদিক মোঃ ইউসুফ আলী ছিলেন বিচক্ষণ পুরুষ তিনি অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন, কোন অপশক্তির কাছে কখনো আপোষ করেননী সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতেন। পত্রিকার প্রতিটি প্রতিষ্ঠা বার্ষিকী আসলে পুরো বরুড়া ঘুরে ঘুরে গুণী ও আলোকিত ব্যক্তিদের সন্ধান করতেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও অর্জন নিয়ে সচিত্র প্রতিবেদন আকারে পত্রিকায় প্রকাশ করতেন, সব সময় দেশ মাটি ও মানুষের পক্ষে কথা বলতেন। তার হাতে গড়া অসংখ্য সাংবাদিক তৃনমুল থেকে শুরু করে জাতীয় পত্রিকার হাউজে কাজ করছেন। বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে বরুড়া কন্ঠ বরুড়া উপজেলার ঐতিহ্য হিসেবে বেঁচে থাকবে বলে সকলে বিশ্বাস করেন। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।