কুমিল্লার লালামাই এ মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতের শান্তি মিছিল।

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি :মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী
লালমাই উপজেলা শাখার উদ্যোগে ভূশ্চি বাজারে শান্তি মিছিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াত সেক্রেটারী ইমাম হোসাইনের পরিচালনায় মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদূন নূর।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাও: মফিজুর রহমান, কামাল হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য কবি ফারুক আহমদ, মাও: ইসমাইল হোসেন, মাও : আবদুল ওয়াদুদ তালুকদার, মাও: নাঈম সিদ্দিকী, মাও: আব্দুল মোতালেব প্রমূখ।