রূপগঞ্জে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেড এর বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুটি ভেঙ্গে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এতে ভুলতা গ্রীডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। গত ২ মে বৃহস্পতিবার রাতে রূপগঞ্জে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কয়েকটি এলাকায় তান্ডব চালায়। এতে বাড়িঘর গাছপালার ব্যাপক ক্ষতি হয়। এ সময় রূপগঞ্জের টাউন উড এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কয়েকটি খুঁটি ভেঙ্গে পড়ে এবং বেশ কয়েকটি খুঁটি হেলে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেড ভুলতা গ্রীডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ঝড়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খুটি বিপর্যস্ত হলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে।

তবে দ্রুত মেরামতের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেড (কেপিপিজিএল) এর প্লান্ট ম্যানেজার জহিরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে আমাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে এবং বেশ কয়েকটি খুঁটি হেলে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেই। তবে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।