বরুড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক উপজেলা পর্যায়ে কর্মশালা 

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

 

মোহাম্মদ মাসুদ মজুমদার:(স্টাফ রিপোর্টার)

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”

ইউনিয়ন ও পৌরসভা শেষে উপজেলা পর্যায়ের চূড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আহমেদ হাসান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া। সহ এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোস্তাকিন পাটোয়ারী, ও তৌকির আলম পাবেল, সহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক উপজেলা পর্যায়ে যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

মেলা শেষে যুব উদ্যোক্তা ও তরুণদের নিকট শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।