আন্দোলনে ছাত্র হত্যার আসামি সাবেক কাউন্সিলর সালাউদ্দিনের সহযোগী ডেমরা যুবলীগ নেতা আব্দুল মজিদ গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও ডেমরা ৬৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মজিদ কে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

গ্রেফতারকৃত ব্যক্তি হলো- ডেমরা ৬৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মজিদ।

আজ রোববার ৯ ফেব্রুয়ারি ২০২৫ সকালে ডেমরা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তথ্যসূত্রে জানা যায় রাজধানীর ডেমরা থানা অন্তর্গত ৬৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর খুনি সালাউদ্দিননের সহযোগী ৬৯ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি পরিবহন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের অর্থ যোগান দাতা বর্তমানে পলাতক আসামী সাবেক কমিশনার সালাউদ্দীনের সহযোগী ডেমরা ৬৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মজিদ।

ডেমরা ৬৯ নং ওয়ার্ড সাবেক কমিশনার সালাউদ্দীনের অর্থে এবং নির্দেশক্রমে ফ্যাসিবাদ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্থানে লিফলেট ও পোস্টার লাগাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা যায়।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ডেমরা স্টাফ কোয়ার্টার যাত্রাবাড়ী ছাত্র জনতার হত্যার জন্য লাঠি সোঠানিয়ে রাস্তায় ছিলো ডেমরা থানা পুলিশ অনেক যাবত এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী এই খুনিকে খুজতে ছিলো ডেমরা থানার পুলিশ।

আজ সকালে এই সন্ত্রাসীকে গ্রেফতার করেন ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার সাধারণ জনগন এই গ্রেফতারে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানায়।