শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, শরীয়তপুর কর্তৃক আয়োজিত স্থানীয় অংশীজনের সাথে “গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ ঘটিকায় আংগারিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে আংগারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী।সভা পরিচালনা করেন, সদর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন এবং সভা আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, আংগারিয়া ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর অছিমন নেছা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, সকল ইউসি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রী, সমাজ সেবক এবং সাংবাদিকবৃন্দ।
সভায় গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, গ্রাম আদালত আইন-২০০৬ (সংশোধনী-২০২৪), গ্রাম আদালতের গঠন প্রক্রিয়া, এখতিয়ার ও বিচার্য নিয়ে অংশীজনের সাথে আলোচনা ও মতবিনিময় করা হয়।সভার সভাপতি বলেন, গ্রাম আদালতের কাজ গতিশীল করা ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের দায়িত্ব। এছাড়া এলাকার ছোট খাটো যেকোনো বিরোধ এখন থেকে নিজেরা শালিসি মাধ্যমে মিমাংসা না করে গ্রাম আদালতে এসে অভিযোগ করার জন্য সকলকে সহযোগিতা করার আহবান জানান।