সন্ত্রাসী শহিদের খুটির জোর কোথায়! নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক পরিবার ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ স্টাফ রিপোর্টার :নরসিংদী জেলার সদর থানার সন্ত্রাসী শহিদের অপকর্ম বেড়েই চলেছে, কোন ভাবেই থামছেনা সন্ত্রাসী তান্ডব। থানায় অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা, ভয়ে আতংকিত সাংবাদিক পরিবার। প্রকাশ থাকে যে, শহীদ এর বাড়ি সাং ব্রাহ্মন্দী, থানা নরসিংদী সদর। অভিযোগের ভিত্তিতে জানাজায় গত ১৫/০১/২০২৫ ইং সন্ত্রাসী শহিদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল সাংবাদিক রাসেল মোল্লার বাড়ি শিবপুর থানার ভরতের কান্দি, ডাকঘড়: কামারচরে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি সহ টাকা পয়সা দাবী করে। বিভিন্ন হুমকির কারন জানতে চাইলে সন্ত্রাসী শহিদ বলেন, তোর বড় ভাই রব মোল্লার নিকট মফিজুর মামলা করেছেন তিনলক্ষ টাকার জন্য, টাকা কোথায়। সাংবাদিক রাসেল মামলার কাগজ দেখতে চাইলে মফিজ বলে দুই বছর আগে মামলা করেছি, এই বলে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে লাঠিপেঠা করতে চায় শহিদের সন্ত্রাসী বাহিনী। থেমে নেই সন্ত্রাসী শহিদ, দফায় দফায় তার সংঘবদ্ধ বাহিনী নিয়ে সাংবাদিক রাসেল মোল্লার বাড়িতে এসে রাসেলকে হত্যার চেষ্টা করলে, সাংবাদিক রাসেল মোল্লা পুলিশকে অবহিত করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি সাংবাদিক রাসেল নরসিংদী জেল পুলিশ সুপারকে স্বাক্ষাতে মৌখিক অবহিত করলে, পুলিশ সুপার শিবপুর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের নির্দেশ দিলেও এখনো নেয়নি কোন পদক্ষেপ। সন্ত্রাসীদের ভয়ভীতি, হুমকি ও জানের নিরাপত্তার জন্য শিবপুর থানার অফিসার ইনচার্জ মো: আফজাল হোসে কে মুঠোফোনে জানাইলে অফিসার ইনচার্জের এটা দায়িত্ব নয় বলে জানান। মামলা দায়ের করার পরেও আসামিদের বেপরোয়া কার্যকলাপে সাংবাদিক রাসেল মোল্লার পরিবার খুবই ভীতসন্ত্রস্ত জীবন যাপন করছেন। সন্ত্রাসীদের এহেন কর্মকাণ্ডে এলাকাবাসীও আতংকে আছেন বলে জানাযায়। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: