কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোষারীচোঁ গ্রামে প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২৪)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ফারজানার বাবার বাড়ি হাজাতিয়া গ্রামে। গত ১৫ জানুয়ারি রাতে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে তার দুই বছরের ছোট ছেলে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে পাশের ঘরের স্বজনরা এসে ফারজানাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে লালমাই থানার এসআই জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ জানায়, ফারজানার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, তবে ঘরের উত্তর পাশে আরও একটি দরজা খোলা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, ফারজানার হাতে একটি ছুরি ছিল এবং খাটের ওপর আরেকটি ছুরি পড়ে ছিল। ঘরের বিছানাসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, ফারজানার সঙ্গে প্রবাসী রফিকুল ইসলামের সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারণা, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

লালমাই থানার এসআই জাকির হোসেন বলেন, “ঘটনাটি সন্দেহজনক। আমরা বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে কিছু বলা সম্ভব নয়।”

ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।