চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাত, দুর্ধর্ষ ডাকাত বিদেশী পিস্তল,গুলি অস্ত্রসহ আটক-৩ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ ইলিয়াস হাওলাদার সিনিয়র ক্রাইম রিপোর্টার বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে ঈগল-৪২ অফিসার এএসআই-মোঃ আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ডেভিল হান্ট অভিযানে ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যাক্ত ভবনে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী ১। মোহাম্মদ মিল্লাত (২৪), ২। মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), ৩। মোঃ রুবেল (২৬) দের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১। ২টি বিদেশী পিস্তল, ২। ৯ (নয়) রাউন্ড পিস্তলের গুলি, ৩। ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪। ১টি হাসুয়া, ৫। ১টি ছুরি, ৬। ২টি কেচি, ৭। ৫টি মোবাইল, ৮। ১টি পাওয়ার ব্যাংক, ০৯। ১১০ (একশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০। ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীরা ছিনতাই, চাঁদাবাজী ও জায়গা দখল সংক্রান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির জন্য উক্ত ঘটনাস্থলে সমবেত হয়েছিল। চট্টগ্রামের একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সাথে আসামীদের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া দ্বন্দ্ব রয়েছে মর্মে স্থানীয়ভাবে জানা যায়। আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্তে এক ও একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় পৃথক পৃথক ০৩ টি মামলা রজু করা হয়। ১। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৩ (০৩)২৫ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড। ২। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৪ (০৩)২৫ইং ধারা-The Arms Act ১৮৭৮ এর 19A। ৩। বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫ (০৩) ২৫ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) এর ১০(ক)/৪১ দায়ের করা হয়। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: