ফেনীর সীমান্ত এলাকা থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল আটক

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার উপরে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বৃহস্পতিবার ও শুক্রবার ( ০৬ ও ০৭ মার্চ) ভোরে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে দেশে আনা জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, গেঞ্জি, থ্রীপিস, শাল কাপড়, মেয়েদের জামা, শার্ট, প্যান্ট, বিস্কুট, ক্রোকারিজ আইটেম, টু-পিস, পন্স পাউডার, চিনি, মোবাইল ফোন, ট্রলি ব্যাগ, জায়নামাজ, কিসমিছ ভারতীয় নেহা মেহেদী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ২৬ হাজার টাকা।

অভিযান প্রসঙ্গে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।