বরগুনার পাথরঘাটায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

 

হাফিজুর রহমান: বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩৮ নং ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গত ৬ মার্চ তদন্ত কমিটি গঠন করেছে ,পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যা আগামী ১২ মার্চ রোজ বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয় তদন্ত কার্যক্রমের সময় দেওয়া হয়।
উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর ২০২৪ইং অত্র বিদ্যালয়ের ছাত্রী মানসুরা আক্তার(৯) ৩য় শ্রেণিতে থাকা অবস্থায় অফিস কক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ তাকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে এই মর্মে বরগুনা জেলা শিক্ষা অফিসারের বরাবর গত ২৭ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানসুরার মা আরজু বেগম । সেই অভিযোগে বলা হয়, শিক্ষকের কথায় সরল বিশ্বাসে বিদ্যালয়ের অফিস কক্ষে গেলে মানসুরাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া শ্লীলতাহানী করে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। বাধা দিতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী ধামকী দেয়।
পরবর্তীতে মেয়ে বাড়ীতে এসে তার চাচীর কাছে কান্নাকাটি করে বিষয়টি জানায়।বিষয়টি এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক গ্রাম বাংলা, আঞ্চলিক দৈনিক দক্ষিণবঙ্গ , দৈনিক রুপালী বাংলাদেশ ও বাংলাদেশ প্রকাশ অনলাইন সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হলে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিও জনাব রনজিৎ চন্দ্র মিস্ত্রিকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ বিষয় ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন ,অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি ,হুমকি দিচ্ছে যাতে মানসুরার মা অভিযোগ তুলে নেয়।