গত অর্থবছরে ( ২০২২-২৩) বাংলাদেশে সরকারি চ্যানেলে অভ্যন্তরীণ রেমিট্যান্স এসেছে ২১৬১ কোটি ডলার।

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

স্টাফ রিপোর্টার ::গত অর্থবছরে ( ২০২২-২৩) বাংলাদেশে সরকারি চ্যানেলে অভ্যন্তরীণ রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার; বছর ভিত্তিক হিসাবে এখন পর্যন্ত এই অংক দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০২০-২১ অর্থবছরে, অভ্যন্তরীণ রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ডলার। রবিবার (২ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

সিপিডি-সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান মনে করে, হুন্ডির মতো অবৈধ চ্যানেলের মাধ্যমেও বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছে। ২০২৩ সালের জুন, অর্থাৎ বিদায়ী অর্থবছরের শেষ মাসে, প্রবাসীরা ঈদুল আযহার সময় ২১৯ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এর ফলে, ২০২২-২০২৩ অর্থবছরে অভ্যন্তরীণ রেমিটেন্স সংগ্রহ ২ হাজার ১৬১ কোটি ডলার দাঁড়ায়।

গত ২০২১-২০২২’ অর্থবছরে এর পরিমাণ ছিলো ২১০৩ কোটি ডলার। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটসহ নানা কারণে সরকার আইনি মাধ্যমে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নেয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত হারে রেমিট্যান্স সংগ্রহ বাড়েনি।