প্রশ্ন ফাঁস কাণ্ডে মতিঝিল আইডিয়ালের শিক্ষক মাকসুদা সাময়িক বরখাস্ত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩ নিজস্ব প্রতিনিধি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তার। তিনি প্রতিষ্ঠানটির মতিঝিল বাংলা মাধ্যমে প্রভাতি শাখার সামাজিক বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। আজ বুধবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুটিন দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নোটিশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। যা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী চাকরি শর্ত বিধিমালা এবং প্রতিষ্ঠানের নিয়োগপত্রের শর্তাবলি ভঙ্গ করেছে। এসব কারণে মাকসুদা আক্তারকে বুধবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালীন তিনি খোরাকি ভাতা পাবেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না। SHARES শিক্ষা বিষয়: মতিঝিল আইডিয়াল
নিজস্ব প্রতিনিধি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তার। তিনি প্রতিষ্ঠানটির মতিঝিল বাংলা মাধ্যমে প্রভাতি শাখার সামাজিক বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। আজ বুধবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের রুটিন দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নোটিশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে।
পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। যা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী চাকরি শর্ত বিধিমালা এবং প্রতিষ্ঠানের নিয়োগপত্রের শর্তাবলি ভঙ্গ করেছে। এসব কারণে মাকসুদা আক্তারকে বুধবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালীন তিনি খোরাকি ভাতা পাবেন।