বিএসআইর আয়োজনে রাজধানীতে ৫ দিনব্যাপী কর্মশালা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪ সংগৃহীত ছবি নিজস্ব প্রতিবেদক ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (বিএসআই) আয়োজনে পাঁচ দিনের এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস বিষয়ের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অংশগ্রহণকারীরা লিড অডিটর ট্রেনিংয়ের ওপর দক্ষতা অর্জন করবেন। আজ সোমবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল অ্যামাজন লিলিতে বিএসআই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর ডানকান ওভারফিল্ড। এনার্জি ম্যানেজমেন্ট বিষয়ক রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল গুপ্ত। ইউকে-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস পার্টনারশিপ ইনিশিয়েটিভ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। SHARES অর্থনৈতিক বিষয়: বিএসআই
ব্রিটিশ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (বিএসআই) আয়োজনে পাঁচ দিনের এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমস বিষয়ের কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অংশগ্রহণকারীরা লিড অডিটর ট্রেনিংয়ের ওপর দক্ষতা অর্জন করবেন। আজ সোমবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল অ্যামাজন লিলিতে বিএসআই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর ডানকান ওভারফিল্ড। এনার্জি ম্যানেজমেন্ট বিষয়ক রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শৈবাল গুপ্ত। ইউকে-বাংলাদেশ স্ট্যান্ডার্ডস পার্টনারশিপ ইনিশিয়েটিভ প্রকল্পের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ার হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।