নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় দিনে দুপুরে প্রাইভেটকার যোগে ৯ লক্ষ টাকা ছিনতাই

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

 

এইচ,এম,রহমাতুল্লাহ(বিশেষ প্রতিনিধি)

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন প্রো-অ্যাকটিভ হসপিটালের বিপরিত পাশ বাউল আড্ডার সংলগ্ন থেকে প্রাইভেটকার যোগে ৯ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার দুপুর সারে ১২ টায় (১২.৩০) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রো-অ্যাকটিভ হসপিটালের বিপরিত পাশে পারিজাত সিটি কম্বল মার্কেটের সামনে থেকে ৯ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, পারিজাত কম্বল মার্কেটের মালিক সমিতির টাকা নিয়ে কেয়ারটেকার মো: হান্নান হাওলাদার ও একাউন্টিং ম্যানেজার রকিবুল ইসলাম ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মহাসড়কে উঠলে চিটাগাং-রোড মুখী লোকাল লেনে একটি সাদা প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা কয়েকজন সঙ্গে থাকা কালো ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করলে গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে মো: হান্নান হাওলাদার জানান, আমি কম্বল মার্কেটের মালিক পক্ষের নগদ ৯ লক্ষ টাকা, (২২ লক্ষ) টাকার চেক ও ব্যাংক জমা স্লীপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগে ছিলো। আমি টাকা নিয়ে মহাসড়কে উঠলে সাদা প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা কয়েকজন এসে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চায়।

তথ্য নিয়ে জানা যায়, কেয়ারটেকার আব্দুল হান্নান একজন সৎ প্রকৃতির মানুষ, তাকে বিশ্বাষ করে মালিকপক্ষ সবধরণের লেনদেনের কাজ করিয়ে থাকেন।
আরও জানা যায়, সু-পরিকল্পিত এই সব ছিনতাই চুরি হরহামেশা ঘটছে, সঠিক তদন্ত করলে সব বের হয়ে আসবে।
পারিজাত সিটি কম্বল মার্কেটের সাধারণ সম্পাদক” নূরমোহাম্মদ জানান, গতকাল রোববার সাড়ে ১২ টায় শুধু ৯ লক্ষ টাকা নয় এর আগেও এই মার্কেটের একজন মালিক কে অপহরন করে প্রশাসন পরিচয় দিয়ে মোটা অঙ্কের টাকা লুট করেছে এবং একাধিক চুরি ছিনতায়ের ঘটনা ঘটেছে।

ইতিপুর্বে অপহরণের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেও কোনো সূফল পাওয়া যায়নি।
পাশাপাশি এই কম্বল মার্কেটের সামনে থেকে হরহামেশাই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের তেমন কোনো সহযোগীতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মার্কেট মালিক ও শ্রমিকরা জানান, রাতের আধারে বাউল আড্ডার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি, মোবাইল ছিনতাই, টাকা ছিনতাই, মার্কেটে চুরি হচ্ছে আমরা এর প্রতিকার চাই।

মার্কেট মালিকপক্ষের দাবী, একই মার্কেটের সামনে থেকে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা দাবী জানিয়েছেন। ‌

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে ।