নির্ধারিত সময়ে ডেনিম শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করলো কলকারখানা অধিদপ্তর।

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

 

কাজী রাশেদ
কুমিল্লা প্রতিনিধি।

ডেনিম’ শ্রমিকদের বকেয়া বেতনের অযুহাতে হঠাৎ মহাসড়ক অবরোধ করে রাখার ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র ৪ দিন আগে চান্দিনার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ এর শ্রমিকরা হঠাৎ বেলাশহর এলাকায় প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করার ঘটনায় দেশ জুড়ে নানা আলোচনা-সমালোচনা হয়। বেশ বেকায়দায় পড়ে হাজার হাজার জনগণ।
তাৎক্ষনিক ভাবে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেতন ভাতা পরিশোধের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে সংশ্লিষ্ট মহলে। শ্রমিকদের ন্যায্যে পাওনা নিশ্চিত করতে বিষয়টি সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় চান্দিনার বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্টে’ আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তারা। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোহাম্মদ সোয়াইব এর উপস্থিতিতে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করেন তারা।
ওই সময় উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ইঞ্জিনিয়ার এম এম মামুন-অর-রশিদ, শ্রম পরিদর্শক মো. কামরুল হোসেন।
শ্রমিকদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার এম এম মামুন-অর-রশিদ বলেন- এখন থেকে মাস শেষ হওয়ার ৭ কর্ম দিবসের মধ্যেই আপনাদের ন্যায্য বেতন পাবেন। তবে আপনাদেরও মালিক পক্ষের সুবিধা অসুবিধা দেখতে হবে। আপনার কোন অবস্থাতেই কারো দ্বারা প্রভাবিত হয়ে পুনরায় আর কখনও মহাসড়কে অবরোধের চিন্তা করবেন না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের লাইফ লাইন। সেই মহাসড়ক অবরোধ করার অধিকার কারও নেই। যথাসময়ে যদি তারা (ডেনিম) বেতন দিতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নিব।