রুশ হামলায় ইউক্রেনে ২ মাসের শিশু নিহত, আহত ৩

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

উত্তর-পূর্ব ইউক্রেনীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামে রুশ হামলায় ২ মাস বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে এবং শিশুটির মা আহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর আজ মঙ্গলবার জানিয়েছে। গভর্নর ওলেহ সিনহুবভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, একটি তিনতলা হোটেলের ধ্বংসস্তূপ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্রটি রাত ২টা ৩০ মিনিটে আঘাত হেনেছিল।

সিনহুবভ আরো বলেন, আরো দুই নারী হামলায় আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় বাড়ি, একটি ক্যাফে, দোকান এবং গাড়িসহ ৩০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে সক্ষম হয়নি। রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

রাশিয়া এবং ইউক্রেন উভয়েই তাদের আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

তারা জানায় তাদের লক্ষ্য, একে অপরের সামরিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। 

সূত্র: রয়টার্স