এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪ নিজস্ব প্রতিনিধি রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় গতকাল জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বৈঠকের পর এ তথ্য জানান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে। মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারকে কেন্দ্র করে এবং আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্রান্সে সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। ফ্রান্সে আক্রমণ অথবা বিদেশে আক্রমণ অথবা কোনো হুমকি-হামলা অত্যাসন্ন বলে মনে করা হলে, সর্বোচ্চ সন্ত্রাস সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেওয়ার পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। ২৩ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩৩ জন নিহত হন। এই হামলাকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স SHARES আন্তর্জাতিক বিষয়: ফ্রান্স
রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় গতকাল জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বৈঠকের পর এ তথ্য জানান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে। মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারকে কেন্দ্র করে এবং আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফ্রান্সে সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। ফ্রান্সে আক্রমণ অথবা বিদেশে আক্রমণ অথবা কোনো হুমকি-হামলা অত্যাসন্ন বলে মনে করা হলে, সর্বোচ্চ সন্ত্রাস সতর্কতা জারি করা হয়। সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেওয়ার পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। ২৩ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩৩ জন নিহত হন।