নাচ নয়, এবার গান শোনা যাবে তাদের কণ্ঠে ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৪ নিজস্ব প্রতিবেদক নাচের মানুষ হিসেবেই তারা বেশি পরিচিত। একসঙ্গে জুটি হয়ে নেচেছেন অসংখ্যা অনুষ্ঠানে। তারা হলেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। এবার তাদের কন্ঠে শোনা যাবে গান। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে ঈদের ৩য় দিন সকাল ১১টায় প্রচারিত হবে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’ । এল রুমা আকতারের প্রযোজনায় অনুষ্ঠানটিতে হাজির হবেন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিরা। অনুষ্ঠানটিতে তারা নিজ পেশার বাইরে তাদের পছন্দের বিষয়টি পরিবেশন করেছেন। ‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন সাবেক নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ। এই অনুষ্ঠানেই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা গেয়েছেন গান। পুলিশের ডিআইজি মোঃ আসাদুজ্জামান পরিবেশন করেছেন আধুনিক গান। গাইনি ডাক্তার প্রমা জেড মজুমদার বাঁশি বাজিয়েছেন। শুটার তাসমায়াতি এমা অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেছেন। ভিন্ন পেশার মানুষদের নানাধরণের সৃজনশীলতার সংমিশ্রণ ঘটেছে এই অনুষ্ঠানে। SHARES Uncategorized বিষয়:
নাচের মানুষ হিসেবেই তারা বেশি পরিচিত। একসঙ্গে জুটি হয়ে নেচেছেন অসংখ্যা অনুষ্ঠানে। তারা হলেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। এবার তাদের কন্ঠে শোনা যাবে গান।
‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন সাবেক নারী ফুটবল দলের কোচ ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ।
এই অনুষ্ঠানেই নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা গেয়েছেন গান। পুলিশের ডিআইজি মোঃ আসাদুজ্জামান পরিবেশন করেছেন আধুনিক গান। গাইনি ডাক্তার প্রমা জেড মজুমদার বাঁশি বাজিয়েছেন। শুটার তাসমায়াতি এমা অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেছেন।