রোমানিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রাথমিক ভাবে ১৫ হাজারের বেশি বাংলাদেশি। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ বিশেষ প্রতিনিধি : দীর্ঘ বিরতির পর আবারও রোমানিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। প্রাথমিক ভাবে ১৫ হাজারের বেশি মানুষ ইউরোপের দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। আগামী মার্চ মাস থেকে ভিসা প্রক্রিয়া শুরু হয়ে চলবে সেপ্টেম্বর পর্যন্ত। আগামী মার্চ থেকে ভিসা প্রক্রিয়া শুরু হয়ে চলবে সেপ্টেম্বর পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এমন তথ্য দিয়েছেন। গেল বছর বাংলাদেশিদের প্রায় পাঁচ হাজার ৪০০ ভিসা ইস্যু করে ইউরোপের দেশ রোমানিয়া। সেই সময় দেশটির কনস্যুলার সার্ভিস কর্মকর্তাদের একটি দল তিনমাস ঢাকায় থেকে এ ভিসা দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলী সাবরিন গণমাধ্যমকে জানান, গেল বছর বাংলাদেশ থেকে যাওয়া মিশনটি সফলতার সঙ্গে পরিচালিত হয়। সেই সূত্র ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আরেকটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করেন। SHARES আন্তর্জাতিক বিষয়: