কুমিল্লার বরুড়ায় হাই স্কুলের শিক্ষক মোবাইলে প্রশ্ন পত্রের ছবি তোলার অপরাধে জেল হাজতে। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র এস,এস,সি বাংলা দ্বিতীয় পত্রের পরিক্ষা শুরুতে কৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষক গণেশ চন্দ্র ধর মোবাইল দিয়ে প্রশ্ন পত্রের ছবি তোলার অপরাধে জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায়, বরুড়া উপজেলা কৃষ্ণপুর হাই স্কুলের শিক্ষক গণেশ চন্দ্র ধর বরুড়া কেন্দ্র ২ আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ নং কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন দিয়ে প্রশ্নের ছবি তুলে। হলের কর্তব্যরত দায়িত্ব প্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনি তা হাতে নাতে ধরে ফেলেন। হল সচিব মোঃ আবদুল ওয়াদুদ দায়িত্ব অবহেলার কারণে হলের কক্ষ পর্যবেক্ষক চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদরাসা শিক্ষক মোঃ ছফি উল্লাহ, মোঃ মাহবুবুল আলম ও ঝলম স্কুল এন্ড কলেজের শিক্ষক বিউটি আক্তার কে আগামীকাল থেকে অব্যহতি প্রদান করেন। এ বিষয় হল সচিব মোঃ আবদুল ওয়াদুদ বরুড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। বরুড়া উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বলেন, তিনজন শিক্ষক কে দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়েছে। একজন বহিরাগত শিক্ষক হলে প্রবেশ করে প্রশ্নের ছবি তোলার অপরাধে আটক করে থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হল সচিব নিয়মিত এজহার দায়ের করবেন। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: