এমডি শহীদ উদ্দীনের যত দুর্নীতি!!! ঢাকা ওয়াসা।

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি

ঢাকা ওয়াসার সদ্য অপসারিত এমডি শহিদ উদ্দিন গত ১৫/৮/২০২৪ থেকে ০৫/০৯/ ২০২৪ পর্যন্ত অনিয়মতান্ত্রিক ও অনৈতিক ভাবে ৩২৭ টি অর্ডার করেছে যা ঢাকা ওয়াসার ইতিহাসে নজিরবিহীন। এই অর্ডার গুলো পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে কমপক্ষে ৫ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছেন এই এম ডি শহিদ উদ্দিন-মনির পাটোয়ারী -আজিজ সিন্ডিকেট। প্রশাসনের উপসচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা এই অপরাধের সাথে জড়িত আছে বলে প্রমান মিলে।জানা যায় এ নিয়ে সাধারন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চলছে তীব্র অসন্তোষ। ঢাকা ওয়াসার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি সদ্য অপসারিত এমডি শহিদ উদ্দিন ঢাকা ওয়াসার স্ক্যাডা প্রজেক্ট এ ২০০ কোটি টাকা বাজেট করে নিম্ম মানের যন্ত্রাংশ কেনার অনুমোদন দিয়েছে। এই মেশিন গুলো এতোটাই নিম্ম মানের যে ৫/৬ মাস ঠিকমতো সার্ভিস দিতে পারবে না।এতো বড় প্রজেক্ট অনুমোদন করে অর্থ লুটপাটের জন্য ঢাকা ওয়াসার দূর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে জানা যায়। খুব দ্রুত ঢাকা ওয়াসার অসাধু কর্মকর্তা এবং কর্মচারীদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা ওয়াসার কারণ কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ।