পূর্বাচল উপশহরের মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ॥ বিক্ষোভ Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩ মোঃআবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ রাজউকের পূর্বাচল উপশহরের মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে গতকাল ৩১ মে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পূর্বাচলবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ মানবন্ধনে প্লট বঞ্চিতরা অংশ নেয়। তিনশ’ ফুট সড়ক নামে পরিচিত ঢাকা-কুড়িল-কাঞ্চন সেতু সড়কের পূর্বাচলের সমু মার্কেটের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা পূর্বাচলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমু মার্কেটের সামনে সভা করে। সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলবাসী কল্যাণ সোসাইটির সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃছালাউদ্দিন ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সোসইটির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম, সোসাইটির কর্মকর্তা দীন মোহাম্মদ দিলু, সৈয়দ মারফত আলী, ইমন হাসান খোকন, মোহন মিয়া,আক্তারুজ্জামান, হাজী মানিক আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, পূর্বাচলের মূল অধিবাসী ও ক্ষতিগ্রস্থদের মধ্যে যারা এখনও প্লট পায়নি তাদেরকে অবিলম্বে প্লট বরাদ্দ দিতে হবে। স্বামী প্লট পেলে স্ত্রী পাবেনা, স্ত্রী প্লট পেলে স্বামী পাবেনা এই নতুন শর্ত বাতিল করে জমি, ঘরবাড়ি ও গাছপালার ক্ষতিপূরণ বিল উত্তোলনসহ সকল শর্ত পূরন করে বরাদ্দ প্রাপ্তদের প্লট বাতিল করা যাবে না। পূর্বাচলের মসজিদের তিন কাঠার প্লটকে দশ কাঠার প্লটে উন্নীত করতে হবে। সাধারণ ক্যাটাগরিতে প্লট হস্তান্তরের ফি ৫০ হাজার টাকা আর মূল অধিবাসীদের প্লট হস্তান্তল ফি ২লাখ ৫০ হাজার টাকা এ বৈষম্য দুর করতে হবে। পূর্বের ন্যায় ক্ষতিগ্রস্থদের ক্ষেত্রে ৩১ শতাংশ জমি থাকলেই প্লট বরাদ্দ দিতে হবে। অভাব অনটন ও অজ্ঞতার কারনে কিস্তির টাকা জমা দিতে না পারা মূল অধিবাসীদের প্লট বরাদ্দের কিস্তির টাকা পরিশোধের সময় সীমা বৃদ্ধি করতে হবে। পূর্বাচলবাসীর বিনোদন ও সামাজিক অনুষ্ঠান বাস্তবায়নের জন্য পূর্বাচল সোসাইটিকে ২০০ কাঠা জমি বরাদ্দ দিতে হবে। পূর্বাচলে চাকরীর ১০ ভাগ কোঠায় মূল অধিবাসীদের চাকরী দিতে হবে। পূর্বাচলবাসীর এসকল ন্যায্য দাবি আগামী ৭ দিনের মধ্যে পূরণ করা না হলে ৭ জুন ঢাকার রাজউক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করা হবে।### তাং-৩১-০৫-২০২৩ইং SHARES বিশেষ সংবাদ বিষয়: রূপগঞ্জ নারায়ণগঞ্জ