ঐতিহাসিক ৬ দফা দাবি থেকেই জনগণের মধ্যে স্বাধীনতার আন্দোলন বেগবান হয়েছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৩

স্টাফ রিপোর্টার :প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন, ঐতিহাসিক ৬ দফা দাবি থেকেই জনগণের মধ্যে স্বাধীনতার আন্দোলন বেগবান হয়েছে।

৬ দফা দিবসে বুধবার (৭ জুন) বাংলাদেশ জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “শহীদদের রক্ত বৃথা যায়নি। … আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি”।

শেখ হাসিনা বলেন, “এটা খুবই দুঃখজনক যে, স্বাধীনতার পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ছিলেন, তখন তাঁকে হত্যা করা হয়েছিল। … তার হত্যার পর দেশ আর অগ্রসর হতে পারেনি”।

শেখ হাসিনা উল্লেখ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে।

তিনি বলেন, “সরকার দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছে”।

শেখ হাসিনা উল্লেখ করেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন, জনগণকে কেউ দমন করতে পারবে না।

“বাংলাদেশকে আর কেউ দমাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ এটা ভালো করেই জানে যে বাঙালিরা স্বাধীন ও বিজয়ী, এটাই বাস্তবতা”।

শেখ হাসিনা বলেন, “দেশের মানুষ মাথা উঁচু করে সারা বিশ্বে ঘুরে বেড়াবে। … আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ব এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলব”।

তিনি উল্লেখ করেন, লাখো শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, “আমাদের সেই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া উচিত নয় এবং আমরা তা হতে দেব না। আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে”।