রূপগঞ্জের তারাবো পৌরসভার বাজেট ঘোষণা Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩ মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১৬৬ কোটি ৮৭ লক্ষ ৫৭ হাজার ৮২ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয় ১৬৪ কোটি ৯৪ লক্ষ ৩০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ ২৭ হাজার ৮২ টাকা। গতকাল ২৭ জুলাই বৃস্পতিবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন । বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান মেহের, আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, মোঃ ফিরোজ ভুইয়া , রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুইয়া রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, বি এম আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন, রাসেল শিকদার, লায়লা পারভীন, মাহফুজা আক্তার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য,গ্রামীণ রাস্তার উন্নয়ন ও মাদকসহ সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রকল্প অগ্রাধীকার দিয়ে বাস্তবায়ন করা হবে। ৷ তাং ২৭-০৭-২০২৩ইং রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা SHARES বিশেষ সংবাদ বিষয়: রূপগঞ্জ নারায়ণগঞ্জ