বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদকের ঝগড়া

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সংগঠনের এক বৈঠকে সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বাগবিতণ্ডায় জড়ান। তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই কিছু বিষয়ে বজলুর রহমান এবং এস এম মান্নানের মধ্যে মতবিরোধ চলছিল। এরই জেরে গতকাল সংগঠনের বৈঠকে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় এস এম মান্নান কচি রাগান্বিত হয়ে সভাপতির বিরুদ্ধে নানা বিষোদগার করেন। বৈঠক শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বিবদমান দুই নেতাকে নিয়ে কথা বলে তাঁদের শান্ত করেন।

আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। ওই জনসভা সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিটের নেতা ও ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় একাধিক সূত্র জানায়, বৈঠকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হাবিব হাসানকে বক্তব্য দিতে না দেওয়া নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে ওয়ার্ড পর্যায়ে দলাদলির বিষয়টিও ঝগড়ায় উঠে আসে।